সরেজমিন তদন্ত করে জানায় যে জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন হাজরাবাড়ী বাজারের
মেলান্দহ রোডের ওয়াসিমের স্যান্ডেলের দোকানের কর্মচারী মোহাম্মদ আলীকে অতর্কিত ভাবে হামলা চালায়।
একই রোডের দোকানদার সাবেক সেনাবাহিনী সদস্য
দোকানদার সান্তাহার আলী সহ আরো কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আঘাত করে ওয়াসিমের কর্মচারী মোহাম্মদ আলীকে।
এ বিষয়ে ওয়াসিমের নিকট জানতে চাইলে তিনি বলেন যে আমার দোকানের কর্মচারীকে অন্যায় ভাবে মেরে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত আঘাতের চিহ্ন করেছে আমি সান্তাহার আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে দোকানদার সান্তাহার আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন ভাই আমি ব্যস্ত রয়েছি আপনার সাথে পরে কথা বলব।
হাজরাবাড়ী বাজারের বিভিন্ন লোক মারফত জানা যায় যে সান্তাহার আলী একজন অগ্র মেজাজি লোক
আমরা সকলেই তাহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এবিষয় মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম কে জিজ্ঞাস করলে তিনি বলেন থানায় এখনো কোনো অভিযোগ হয়নি. তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো।