আজ সন্ধ্যায় সামান্য কয়েক জন মিলে বাগেরহাট জেলা ফকিরহাট সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব ইমরুল ভাইয়ের সাথে সাক্ষাৎ এর জন্য গিয়েছিলাম কিন্তু ইমরুল ভাইয়ের ভালোবাসা ও নৈতিকতা দেখে মুগ্ধ
কারণ সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হয়ে তিনি ছোট বড়ো গরীব ধনী কোন ভেদাভেদ না করে সবার সাথে কতো সুন্দর ব্যাবহার করে সেটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি
ক্ষমতার চেয়ে সাধারণ মানুষের ভালোবাসা সব থেকে বড় সম্পদ মানুষের ধন সম্পদ ক্ষমতা চিরস্থায়ী নয়
বেঁচে থাকতে ক্ষমতা থাকতে সবাই ভয় পায়
কিন্তু যে দিন পৃথিবী ছেড়ে চলে যায় সে দিন মানুষ লাশের উপর থু থু না দিলে ও মনে মনে ঘৃণা করে বলতে থাকে সালা মরেছে ভালো হয়েছে বেঁচে গেছি
কিন্তু মানুষের ভালোবাসা হচ্ছে সব চেয়ে বড় সম্পদ মৃত্যুর পর ও ভালোবাসার জন্য দোয়া করে এবং নিরবে চোখের জল ফেলে
এমনি ভালোবাসা আজীবন থাকে জেনো সকলের প্রিয় ব্যেক্তি জনাব ইমরুল ভাইয়ের
মহান আল্লাহ রাব্বুল আলামীন এর কাছে দোয়া করি জনাব ইমরুল ভাইয়ের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন