সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই “”
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে
শুভ সকাল শান্ত মন,
তুমি বন্ধু আছো কেমন ?
রাত পোহালো ভোর হলো,
আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাদিন ,
তোমাকে জানাই ….. গুড মর্নিং