ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুর উপজেলার সংযোগ সড়ক তালসার বাজার ঘাট চিত্রা নদীতে একটি ব্রীজের দাবী দীর্ঘ দিনের। ঝিনাইদহ সদরের সুতিগ্রাম দূর্গাপুর গোপালপুর হাজীডাঙ্গা আটলিয়া কুবিরখালী কোটচাঁদপুর উপজেলার তালসার ঘাঘা কুশনা আন্দোলনপোতা কামারকুন্ডু পাঁচলি য়া মালোখালি জালালপুর মহনপুর। এই গ্রামগুলি ছাড়া বাহিরের আর ও হাজার হাজার লোকের চলাচলের পথ এটা। শত শত ছেলে মেয়ে লেখা পড়া করতে যাওয়া আসায় পড়তে হয় অনেক দূর্ঘটনায়। তাই এলাকার মানুষের প্রানের দাবী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট। আর ও জোরালো দাবী ঝিনাইদহ ২ আসনের ও ৩ আসনের মাননীয় এম পি মহোদয় গনের নিকট।