মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে জামালদী এলাকায় অবস্থিত হাজ্বী সিরাজুল হক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯নভেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির উপদেষ্টা হাজ্বী মো.আফসার উদ্দিন।
জামালদী পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজ্বী মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাজ্বী মো. নাসির উদ্দীন, আশরাফ উদ্দিন, বিজয় টিভি জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন, হাজ্বী সিরাজুল হক স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুদ্দিন।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় হাজ্বী সিরাজুল হক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।