চাটখিল উপজেলার খিলপাড়া বাজার হয়ে দত্তপাড়া থেকে মিরাজ নামের এক যুবককে সিএনজি গাড়িতে করে গতকাল রোববার রাতে অপহরণ করে নেওয়ার চেষ্টাকারী ৩জনকে খিলপাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারন জনগন আটক করেন।
আটককৃতদেরকে পরে স্থানীয়রা থানা পুলিশে সোপর্দ করেন। এরা হচ্ছে চাটখিল পৌরসভার সুন্দরপুরের হারুন উর রশিদের ছেলে মোঃ হাছান (৩৪), একই এলাকার সোলেমানের ছেলে মোঃ বাবর (৩৪) এবং নোয়াখলা গ্রামের মান্নান মোল্লার ছেলে সাইফুল ইসলাম শুভ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি গাড়িটি দত্তপাড়া থেকে খিলপাড়া বাজার পর্যন্ত আসলে অপহরণের শিকার, মোঃ মিরাজ গাড়ির ভিতর থেকে চিৎকার করলে স্থানীয়রা সিএনজি গাড়িটি আটক করে।
পরে সিএনজি গাড়িতে থাকা ঐ তিন যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। অপহরণকারীরা মিরাজকে মারধর করার কারণে সে বর্তমানে খিলপাড়ায় আবদুল ওয়াব-তৈয়বা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাটখিল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে প্রেরন করেন।