সাতক্ষীরা তালার মাগুরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবু গণেশ দেবনাথ ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মাগুরা ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বাবু গণেশ দেবনাথ ।প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান ও মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গণেশ দেবনাথ ।ইউনিয়নের আওয়ামী লীগের অন্যতম নেতা সাবেক ছাত্রলীগ নেতা বাবু দেবাশীষ মুর্খাজী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, , জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী। এসময় নব-নির্বাচিত ইউপি সদস্য সদস্যা, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।