নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালিয়ে টিটু বাহিনীর দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- একাব্বরপুর গ্রামের মোঃ মিলনের ছেলে মোঃ তারেক হোসেন (২১) ও ভবভদ্রী গ্রামের মৃত ফকির আবদুল মান্নানের ছেলে ফয়সাল আমিন (৩০)।
রোববার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোরে আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর ও ভবভদ্রী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা আছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অসংখ্য চেকপোস্ট।