বরিশাল নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ হলুদ অটোরিকশা ছোট যান গুলো। প্রায় দেখা যায় টোকন বিহিন লাইসেন্স ছাড়া নগরীতে চলাচল করছে, ট্রাফিক বিভাগ দেখেও দেখছে না, আরো দেখা গেছে ট্রাফিক অফিসে অটোরিকশা চালকরা বীট দিয়ে অবৈধ ভাবে চলাচল করছে,আবার দেখা যায় হলুদ অটোরিকশা সামনে গ্লাসের উপর স্থানীয় পত্রিকার লোগো লাগিয়ে অবৈধ ভাবে টোকন ছাড়া অলিগলিতে দাপিয়ে চলছে অটোচালকরা। দু একজন ট্রাফিক পুলিশ ধরলেও পত্রিকার নাম চালিয়ে রেহায় পেয়ে যায়, এমনিতে সারাদেশে ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় বিশেষ করে সিএনজি,অটোরিকশা ও মোটরসাইকেল অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাজ থেকে। তেলের দাম বৃদ্ধির সুযোগে জরুরি কাজে বের হওয়া মানুষের পকেট কাটছে তারা। নিরুপায় হয়ে অনেকে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন; আবার অনেক জায়গায় তাদের সঙ্গে হচ্ছে বচসাও।সদর রোড থেকে অটোরিকশায় আশা মোতালেব হাওলাদার ভাড়া দেওয়ার সময় অটোচালকের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে তর্ক বিতর্কিত হয় আজ ৮ নবেম্বর সোমবার সকালে সরকগুলোতে দেখা গেছ, বিশেষ করে রিকশা আর বাইকার স্বাভাবিক ভাড়ার চাইতে তিনগুণ বা চারগুণ বেশি ভাড়া নিচ্ছেন রুপাতলী থেকে লঞ্চঘাট ভাড়া ১০ টাকার পরিবর্তে নিচ্ছে ২৫ টাকা, নথুল্লাবাস থেকে রুপাতলী ভাড়া ১০ টাকা পরিবর্তে নিচ্ছে ৩০ টাকা,,নতুন বাজার থেকে সদররোড ভাড়া ১০টাকা পরিবর্তে নিচ্ছে ৩০ টাকা ভাড়া নিচ্ছে যাত্রীদের কাজ থেকে