বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে ডিজেল, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ই নভেম্বর ২০২১) সকাল ১০টা ৩০ মিনিটে এ মানব বন্ধন শুরু হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে মানববন্ধন এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জননেতা সাইফুর রহমান রানা, এছাড়া আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক,সহ-সভাপতি জহুরুল আলম, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, কোষাধ্যক্ষ এ্যাড, রুহুল আমিন, পরিবার পরিকল্পনা সম্পাদক শফিকুল ইসলাম শফি, বিএনপি সামিউর রহমান হিরা, শাহিন শেখ রন্জু, সাইয়েদ আহমেদ বাবু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ঈদুল বকসী, রিপন মিয়া, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব,সিনিয়র সহ-সভাপতি আবু দারদা হেলাল, সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহেদ রানা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহ মোঃ আল আমিন, সহ-সভাপতি হিমন, সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রকি, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক মিশু, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী, সহ-দফতর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা সহ ছাত্রদল নেতা রতন, রুবেল, কানন, জাকির, মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।