ঝিনাইদহ জেলা ২০২১- সালে কালীগঞ্জ উপজেলা তৃতীয় ধাপে 28 শে নভেম্বর নির্বাচন,সেই নির্বাচনে কোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, ও কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র পদপ্রার্থী মোঃ আইয়ুব হোসেন মোল্লা। কালীগঞ্জ উপজেলা ১১ টি ইউনিয়ন ভিতরে,কোলা ইউনিয়ন জনপ্রিয় শীর্ষে রয়েছেন। কোলা ইউনিয়ন মোঃ আইয়ুব হোসেন মোল্লা কে চেয়ারম্যান হিসাবে আবারও কোলা ইউনিয়ন বাসি চাই।
কালীগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দের সমিতির সভাপতি,কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,ও কোলা ইউনিয়ন পরিষদ থেকে বার বার নির্বাচিত জনবান্ধব চেয়ারম্যান,দেশ দরদী মা ও মাটি মানুষের নেতা,একজন উন্নয়নে ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা সুখ দুঃখের সাথী। গরীবের বন্ধু একজন সুযোগ্য সৎ নেতা,অসহায় মেহনতী খেটে খাওয়া মানুষের পাশে সব সময় খোঁজ খবর রাখেন। আইয়ুব হোসেন মোল্লা কে,ফের আবার ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা কোলা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন মোল্লা কে কোলা ইউনিয়ন বাসি দেবে ভোট
কোলা ইউনিয়ন বাসীর দাবি জনগণ বলে, জনবান্ধব আয়ুব হোসেন মোল্লা। কোলা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ৩ নং কোলা ইউনিয়নে সর্ব ক্ষেত্রে অমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সবার অন্তরে জায়গা করে নিয়েছেন। নিজের কথা না ভেবে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। এই কোলা ইউনিয়ন বিগত দিনে কোলা ইউনিয়ন বাসীর উন্নয়নে সরকারি সহযোগিতায় বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ,পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ, ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন,ঝিনাইদহ জেলার মধ্যে কোলা ইউনিয়নে কয়েকটি যাত্রী ও বিভিন্ন স্থাপনা সব চেয়ে দর্শনীয়। শুধু তাই নয় এই মহামারী করোনাভাইরাস বাংলাদেশে যখন শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেন জনগনের পাশে দাঁড়ান ,ঠিক সেই মুহূর্তেই এই কোলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩শত জনের গনের ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ শুভ উদ্বোধন করেন।
সেই থেকে ত্রাণ খাদ্য সামগ্রী গরিব দুঃখী অসহায় পরিবার দুস্ত ,পঙ্গু ,প্রতিবন্ধী, ভিক্ষুক,পথচারী ফেরিওয়ালা ,মটর শ্রমিক,ও দিন মজুর সহ বিতরণ করেছেন। আরো বয়স্ক ভাতা,বিধবা ,ভাতা, প্রতিবন্ধী ভাতা ,ভিক্ষুক ভাতা,মাতৃকালীন ভাতা সহ মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার ।
২৫ শত টাকা বিকাশে মাধ্যমে জনগণ পেয়েছেন।
আরো পেয়েছেন, প্রতি মাসের ৩০ কেজি চাউল, ও ১০ টাকা দরে খোলা বাজারের চাউল বেচাকেনা করেছেন।
সর্বমোট মহামারী করোনা ভাইরাস প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপে, কোলা ইউনিয়ন ১০ থেকে ১৫ হাজার অসহায় পরিবার সুযোগ সুবিধা পেয়েছেন।
৮০ ভাগ মানুষ এই সুযোগ সুবিধা ভোগ করেছেন।
বিতরনের মধ্যে ছিলো,
যেমন চাল ,ডাল ,আলু ,তেল ,সাবান মাক্স,হ্যান্ড গ্লাভস,স্যানিটাইজার আটা, ময়দা , সেমাই,চিনি,শাকসবজি, দুধ, সহ নিজস্ব অর্থায়নে তিনি যাকাত, দিয়েছেন। শাড়ি লুঙ্গি, ফতুয়া ,পাঞ্জাবি ৫০০ শত টাকা করে উপহার দিয়েছেন। গরিব দুঃখী অসহায় পরিবারের মাঝে কোলা ইউনিয়ন কিছু চিত্র তুলে ধরলাম,তা ছাড়া ইউনিয়নের আনাচে, কানাচে, অসংখ্য স্ট্রীটলাইট স্থাপন, মসজিদ,মাদ্রাসা, মন্দির নির্মাণ,হেরিং রাস্তা, পিচ রাস্তা, শতভাগ বিদ্যুৎ,সহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় তলা, ও কোলা বাজার ২য় তলা, গাজীর বাজার চতুর্থ তলা, এবং কোলা বাজার ২য় তলা, হাট চাঁদনী ২য় তলা,সহ অনেক কিছু উন্নয়ন করেছেন। এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে তিনি এই কোলা ইউনিয়ন বাসী কে আলোকিত করে তুলেছেন।
তিনি কোলা ইউনিয়ন বাসীর উন্নয়নে এমন অসংখ্য উন্নয়ন মূলক কাজ করে সবাই কে অবাক করে দিয়েছেন। এলাকাবাসীর যে কোন সমস্যা তিনি গুরুত্ব সহকারে সমাধানের চেষ্ঠা করেন বিধায় প্রতিদিন হৃদয়ের টানে, ভালো বাসার টানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁর কাছে ছুটে আসে, এ দিকে এই ইউনিয়নে ব্যাপক উন্নয়নের ফলে বর্তমান জনসাধারণ তার প্রতি শতভাগ সন্তুষ্ট রয়েছে। তিনি ইউনিয়ন বাসীর কল্যাণে বিগত বছর গুলোতে যে পরিমান উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। তা দৃশ্যমান এবং প্রশংসাযোগ্য গণমানুষের জনপ্রিয় নেতা,বারবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান। জনাব আইয়ুব হোসেন মোল্লার উন্নয়নের কাজ ও জনপ্রিয়তা জানতে সরেজমিনে ৩নং কোলা ইউনিয়নের জন সাধারণ মানুষের ভারো বাসার চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন মোল্লা। এই ইউনিয়ন বাসীর সৌ-ভাগ্য যে, আয়ুবের মত একজন জনবান্ধব সৎ, দক্ষ, মেধাবি, পরিশ্রমি ইউপি চেয়ারম্যান কাছে পেয়ে, তিনি পর পর ২ মেয়াদে নিবার্চিত হওয়ার পর এই ইউনিয়নে যে পরিমান উন্নয়নের কাজ করেছেন, তা বিগত দিনে কোন ইউনিয়ন চেয়ারম্যান করতে পারেনি। জরাজীর্ণ রাস্তাঘাট গুলো কে সংস্কার করে নতুন পাকা রাস্তা নির্মাণ করে ইউনিয়ন বাসীর যোগাযোগের ক্ষেত্রে এক অভূতপূর্ণ সাফ্যলের স্বাক্ষর রেখেছেন এই চেয়ারম্যান।
তাই আমাদের কোলা ইউনিয়ন উন্নয়ন ধরে রাখতে আবারো (এমপি) মহোদয়ের মনোনীত কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সে হলো আইয়ুব মোল্লা। আইয়ুব হোসেনের মত একজন জনপ্রিয় জনবান্ধব চেয়ারম্যান। আবারও এই কোলা ইউনিয়নে যেন চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেয়।
চেয়ারম্যান মহোদয়ের প্রিয় অভিবাবক, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য, আনোয়ারুল আজিম আনার ভাইয়ের সহযোগিতায় এই কোলা ইউনিয়নের অধিকাংশ উন্নয়ন মুলক কাজ ইতোমধ্যে সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে, সে হলো মোঃ আইয়ুব হোসেন।