নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন আওয়ামী সভাপতি শাহারিয়ার আলম মুক্ত ও সাধারন সম্পাদক উৎপল বিশ্বাস কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সাক্ষরিত একটি চিঠিতে বিষটি নিশ্চিত হয়েছে। যানা গেছে, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সদর উপজেলার কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশ অমান্য করে দলীয় প্রতিকে সহযোগিতা না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার প্রচারণা করছে বলে প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এবং যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য নড়াইল জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কার্যনির্বাহী বরাবর সুপারিশ প্রেরন করা হয়েছে।