ঘটনাটি ঘটেছিলো ১ নভেম্বর ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের ৬ ওয়ার্ডে
তুচ্ছ ঘটনায় বাবা আবুল হাশেমকে (৪৬)খুনের অভিযোগে বখাটে মামুনকে (২২)গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ৭টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।নিহত আবুল হাশেম ওই গ্রামের মৃত সমেদ আলীর ছেলে।
জানা যায়,বখাটে ছেলে মামুন প্রায়ই তার বাবাকে মারধর করতো।ঘটনার কিছুদিন আগে মামুনের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়।এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটে ছেলে মামুন গাছের ডাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২ নভেম্বর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাশেমের মৃত্যু হয়। নিহতের বড় ছেলে শহীদ বাদি হয়ে থানায় মামলা করে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পিতা হাশেমকে খুনের অভিযোগে ছেলে মামুনকে গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।