নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাঁধা ও প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে। এ নিয়ে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সতন্ত্র প্রার্থী এমদাদুল হক এ অভিযোগ করেন। দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এমদাদুল হক বলেন, চন্ডিগড় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী আলতাবুর রহমান কাজল এর সমর্থকরা সব সময়ই আমার নির্বাচনী প্রচাররণা ও গণসংযোগে নানা ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করে আসছেন। এলাকার মানুষের ইচ্ছায় আমি ভোটে দাঁড়িয়েছি। এ নিয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর সমর্থকরা আমার সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে লাঠিসোটা নিয়ে নানা ধরনে ভয়-ভীতি দিচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অত্র ইউনিয়নে আরও দু‘জন স্বতন্ত্র প্রার্থী ছিল, আজ এ মতবিনিময় সভার মাধ্যমে অপর স্বতন্ত্রপ্রাথী চাঁনমিয়া ফকির তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। আমি জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে জীবনের শুরু থেকেই ছাত্রলীগ, যুবলীগ ও পরে আওয়ামীলীগের রাজনীতির চর্”া করছি। বিগত বিএনপি‘র শাসনামলে জেল-জুলুম সহ নানা অত্যাচার সহ্য করে বর্তমানে নিষ্ঠার সাথে উপজেলা আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি। দলের সকল কাজে সব সময় অংশগ্রহন করেছি। আমার প্রানপ্রিয় ইউনিয়নবাসীর সুখ-দুঃখের পাশে থেকে তাঁদের অধিকার আদায় করতে ভোটে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে, দলকে ভালোবেসে দলীয় মনোনয়ন চেয়েও না পেয়ে ইউনিয়নবাসীর অনুরোধে নির্বাচনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে, অত্র ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ‘লীগের সম্মানীত সদস্য চাঁন মিয়া ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ওয়ার্ড আ‘লীগের সভাপতি তাজুল ইসলাম, সহ:সভাপতি আবুল কাশেম,সদস্য হাবিবুর রহমান, ইউনিয়ন উলামালীগের সভাপতি ক্বারী আব্দুর রহমান, ব্যবসায়ী সাইদুল ইসলাম, রমিজ উদ্দিন, এনামুল হক সহ ইউনিয়নের সাধারণ ভোটারগন। আগামী ২৮ নভেম্বর সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।