ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বেলা ১১টায় নিজ গ্রাম তালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান এবং জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডলসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের সর্বস্তরের মানুষ।
মরহুমের মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন।