আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত ‘CPD Asia Foundation Dialogue on ‘COVID induced Stimulus Packages for SMEs & Women led Enterprises’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করি হয়েছে।
উক্ত সভার প্রধান অতিথি ছিলেন মাননীয় এলজিডিআর মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়,
সভায় আরও উপস্থিত ছিলেন সিপিডি এশিয়া ফাউন্ডেশেন কর্মকর্তা ও স্থানীয় মন্ত্রণালয়ের সচিব গন। সভা পরিচলনা করেন স্থানিয় মন্ত্রণালয়ের সচিব।