গাইবান্ধায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে।
” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে শনিবার দিনে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা
স্মারক প্রদান ও পতাকা উত্তোলন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।
“গিণি তার বক্তব্যে বলেন- সমবায় যেন কার্যকরী হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ঘরে বসে থাকলে হবেনা। মাঠে কাজ করলে তবেই সমবায় এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু খায়ের।
” বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের” বলেন- আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। সমবায় সমিতির মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়। গঠনতন্ত্র অনুযায়ী সমবায় সমিতি পরিচালিত হয়ে আসছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক শিরিন আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা সমবায় অফিসার মো: শরীফ উদ্দিন।
সভাপতির বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক মতিন বলেন- সমবায়কে গতিশিল করার লক্ষ্যে এই সমবায় দিবস পালন করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উষা শেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সাধারণ সম্পাদক লিটন মহন্ত, উত্তরণ সমবায় সমিতির সভাপতি হোসনে আরা, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উপেন্দ্র নাথ সরকার, কুষ্ঠ প্রতিবন্ধি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল আলিম চৌধুরী।
উপস্থিত ছিলেন গাইবান্ধা ভূমি উন্নয়ন ব্যাংক সভাপতি মুশফিকুর রহমান মন্ডা সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বড় মসজিদ সহকারি ইমাম মওলানা সাইদুর রহমান।
পবিত্র গীতা পাঠ করেন- কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উপেন্দ্র নাথ সরকার।
আলোচনা সভায় গাইবান্ধা সদর উপজেলার শ্রেষ্ঠ ৩ টি সমবায় সংগঠন এর প্রতিনিধিকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এর মধ্যে সম্মাননা স্মারক গ্রহন করেন তৃনমূল বহুমুখী সমবায় সমিতির নির্বাহী পরিচালক শামসুজ্জোহা সেলিম, উষা শেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সাধারণ সম্পাদক লিটন মহন্ত সহ মোট ৩ জন।
উল্লেখ্য, সমবায় সমিতি বিভাগের অধিনে গাইবান্ধায় মোট ৯শ ৫২ টি সমবায় সমিতি রয়েছে। বিআরডিবি ভুক্ত সমবায় সমিতি রয়েছে ১ হাজার ৫শ ৫৮ টি। সমিতির সদস্য রয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ সদস্য রয়েছে ২ লক্ষ ১২ হাজার ৮শ ৮৭ জন ও মহিলা সদস্য রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ১৬৭ জন এছাড়াও শেয়ার মূলধন রয়েছে ১ হাজার ৭০ দশমিক ৩৮ টাকা। সঞ্চয় আমানত রয়েছে ১হাজার ৯৬ দশমিক ৮৬ টাকা।