“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নওগাঁর বদলগাছীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মিলিত হয়। সেখানে উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে বদলগাছী প্রেসক্লাব ও প্রোগ্রেস মাল্টিপারপাস এর সভাপতি আবু সাইদ এর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লুৎফর রহমান, প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খাঁন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দীন, সমবায়ী রাহেলা চৌধুরী ও আহসান হাবিব প্রমূখ। আলোচনা সভা শেষে সমবায়ে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রোগ্রেস মাল্টিপারপাস, আরডা মাল্টি পারপাস,সততা কৃষি উৎপাদনমূখী,আক্কেলপুর কৃষি উন্নয়ন ও নিরাপদ কৃষি উন্নয়ন ও হলুদ বিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।