মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে হাফিজুল ইসলাম খান উট্টু স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগে এ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান নিয়ে প্রথম সেমিফাইনালে অপরাজিতভাবে জয় লাভ করে হরিরামপুরের ফয়সাল এফসি।
৫ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্রাগন স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে হরিরামপুরের ঐতিহ্যবাহী ফয়সাল এফসি।
ফয়সাল স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জ. ই. আকাশ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম কাজল জানান, আজকের জয়ের মধ্য দিয়ে আমরা অপরাজিতভাবে ফাইনালে উঠলাম। আশা করছি, আমরা এবার চ্যাম্পিয়ন হব, ইনশাল্লাহ।
উল্লেখ্য গত বছরও ফয়সাল এফসি প্রথম বিভাগ ফুটবল লীগে ফাইনালে অংশগ্রহণ করে রানার আপ হয়।