দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
শনিবার (৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে”বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান,উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোকছেদুল গণি রাব্বু শাহ,খানসামা থানা এস,আই জহুরুল ইসলাম,খানসামা কৃষি উন্নয়ন সভাপতি রাকেশ গুহ সহ সমবায় সদস্য বৃন্দ।