মানবিক সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
গতকাল ২ নভেম্বর ২০২১ইং মালিবাড়ি ইউনিয়নের পুর্ব বারবলদিয়া সরকার পাড়া গ্রামে কাপড় ব্যবসায়ী আলহাজ গোলাপ উদ্দিনের বাড়িতে আনুমানিক রাত ১২.০০ টার সময় কারেন্ট এর শর্টসার্কিট থেকে আগুন লেগে ৪ টি ঘড় পুড়ে যায়।
খবর শুনে পুড়ে যাওয়া বাড়ি দেখতে আসেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুর রাফিউল আলম, ত্রাণ কর্মকর্তা জনাব মোঃ আনিসুর রহমান, ইউপি সদস্য জনাব মমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শান্তি বেগম, ইউপি সচিব আক্তারুল হোসেন, কামারজানি ইউডিসি উদ্যোক্তা মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুর রাফিউল আলম পুরে যাওয়া পরিবার গুলোর মাঝে শুকনা খাবার বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য ২ বান্ডিল করে ঢেউটিন ও নগত অর্থ প্রদানের ঘোষণা দেন।