নওগাঁর বদলগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন।
বলেছেন,একজন সেবক হিসাবে অবহেলিত মিঠাপুর ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করতে চাই। ১৯৯৫ সালে আমি জামাত বিএনপি, সংগ্রামের মধ্য দিয়ে আমার রাজনীতি শুরু। আজ আওয়ামী লীগের সুদীন, তাই নেতার অভাব নাই। ত্যাগ, শ্রম আর মানুষের ভালোবাসা নিয়ে আমি আপনাদের পাশে আছি, থাকবো।
মিঠাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন বলেন গরীবের হক নষ্ট করতে দেয়নি। কোনো ভাতাভোগীর কাছ থেকে টাকা নিতে আমি দেয়নি। কোনো মেম্বার কে দুর্নীতি করতে দেয়নি। পদ পদবী নিয়ে ব্যবসা করিনি, পা ফাটা মানুষের পাশে ছিলাম, থাকবো, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,মিঠাপুর ইউনিয়ন থেকে মাদক,চাঁদাবাজি,চুরি ও দূর্নীতি বন্ধ করেছি। কোনো মাদক ব্যবসায়ী,চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও চোরের মিঠাপুর ইউনিয়নে স্থান নেই। উন্নয়ন করেছি। জনগনকে সময় দিয়েছি। তাদের সমস্যার পাশে দাঁড়িয়েছি। বদলগাছী মহাদেবপুর অভিভাবক,ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপির নির্দেশনায় এবং সহযোগিতায় মিঠাপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো।
আমি দলীয় মনোনয়ন পেয়েছি আপনারা আমাকে আবারও নৌকা মার্কায় ভোট দিবেন,দলীয় নেতা কর্মীর নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নৌকার জন্য কাজ করে যাবো।ইনশাল্লাহ।