বদলগাছী(নওগাঁ)
নওগাঁর বদলগাছীতে অজ্ঞাত ব্যক্তির মাতার খুলি উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় ৫ নভেম্বর বেলা ২টায় উপজেলা মথুরাপুর ইউপির গোবরচাঁপা হাট বাজারে ব্রীজের নিচে থেকে উক্ত খুলিটি উদ্ধার করে। খুলিটি এলাকাবাসী দেখতে পায় । খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে উক্ত খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ অতিকুল ইসলাম বলেন খবর পেয়ে উক্ত স্থান থেকে একটি মাতার খুলি ও ২টি বস্তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ পাটানো হয়েছে। তিনি বলেন গত ৩০অক্টোবর মথুরাপুর ইউপির জগৎ নগর গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির পা উদ্ধার করা হয়। গত ২নভেম্বর পার্শবতি জয়পুরহাটজেলার আক্কেলপুর উপজেলার তুলসীগঙ্গা নদী থেকে মাতা বিহিন বর্ডি উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ। এব্যপারে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।#