কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মোঃ মাসুদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টায় কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের মোতালেব মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ মোটরসাইকেলযোগে বানিয়াগ্রাম বাজার থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেলবাহি ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।