চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
চেয়ারম্যান পদে মনোনীত মৃত ব্যক্তির নাম মো: মোস্তফা ই কাদের। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।
জানা যায়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে জেলা সদর উপজেলায় ১২টি ইউনিয়নে, আটপাড়ায় ৭টি ইউনিয়নে ও বারহাট্টায় ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। এর মধ্যে তিনিও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দাখিল করেন। প্রচারনাও চালিয়েছেন।
এরপর ২৫ অক্টোবর রবিবার সকালে উপজেলার নন্দীপুর নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।