জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ এডভোকেট ফজলে রাব্বী মিয়ার সুস্থতা কামনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষকদের আয়োজনে বুধবার ৩ নভেম্বর দুপুর ২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম. কামরুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক স্বপ্না বেগম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম হোসেন কদ্দুছ প্রমুখ।
ফুলছড়ি উপজেলার নব্য সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, গাইবান্ধা-৫ আসনের ৭ বারের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার সার্বিক সহযোগিতায় ফুলছড়ি উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর উন্নয়নের ছোঁয়া লেগে আছে। জনসাধারণের জন্য নিবেদিত প্রাণ মহান এই মানুষটি আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থভাবে ফিরে আসুক এই প্রত্যাশায় একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া শারীরিক অসুস্থতা নিয়ে আমেরিকার নিউইয়র্ক শহরের মাউন্ট সিনাই হাসপাতালে অস্ত্রোপচার শেষে চিকিৎসাধীন আছেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।