।
মনে পরে শীত সকালে
লুকিয়ে থাকা তোমার কোলে,
মনে পরে সেই বিকেল বেলা
তোমার হাতটি ধরে হাঁটতে যাওয়া।
ঘুরতে যাওয়া সেই সবুজ বাগানে
তোমার কোলে-পিঠে করে,
এসব কিছুই আজ স্মৃতি
ভিষন মনে পরে।
যখন আমি ছোট্ট ছিলাম
তোমার ভালোবাসার হাতটি ধরে,
দুরদুরান্তে ঘুরতে যেতাম
এসব কিছু আজ ভিষন মনে পরে।
বাবা সত্যিই তুমি এক আজব মানুষ
হয়না কারো সাথে তুলনা,
মাথার ঘাম পায়ে ফেলে
সারাজীবন কর কত, কষ্ট-সাধনা।
যেই জায়গায় থাকনা কেন বাবা
দুয়া করি খোদার কাছে,
তোমায় যেন ভালো রাখেন
দুনিয়া ও আখেরাতে।
প্রিয় বাবা