কিছু নিব না, সেবা করার সুযোগ দিন-আসন্ন ২৮ নভেম্বর ২০২১ ইং নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নং কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী নৌকা মাঝি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম( স্বপন) এমনটাই জানিয়েছেন।
গত দুই বৎসর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সফলভাবে পালন করেন সকল ইউপি সদস্যরা জানান, আপনারা জানেন-আমি আপনাদের এলাকার পরীক্ষিত ইউপি সদস্য। আমার দরজা আপনদের জন্য দিনরাত সেবাই নিয়োজিত থাকবে। এই ইউনিয়নের আপনাদের প্রতিনিধি হয়ে ইউনিয়ন কর্তক প্রাপ্ত সুযোগ সুবিধা আপনাদের বুঝিয়ে দিতে আবারো নৌকার প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সুযোগ করে দিন।
উল্লেখ্য, বিগতদিনগুলোতে ৯ টা ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি। তিনি গত দুই বৎসর মেয়াদে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদস্য হিসেবে রাস্তা- ঘাট, খেলাধুলা, গরীব শির্ক্ষীদের লেখাপড়ার ব্যবস্থা করাসহ অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেন তিনি।