গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসৃচির মধ্যে দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর মুর্যালে পুম্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
৩ নভেম্বর বুধবার বিকেলে চৌমাথা মোড়ে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল, তোতা চৌধুরী। সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান শেখ ফরিদ,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, যুব মহিলালীগের সভাপতি কল্পনা বেগম,মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল, ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাতসহ সাংগঠনিক সম্পাদকদ্বয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
শেষে জাতীয় চারনেতা, বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদেরসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।