সৌরভ হোসেন::ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
শীতের আনাগোনা শুরু হয়ে গেলো ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাতে।শীতকাল কথাটা শুনতে যেন কেমনই লাগে কতটা ঠান্ডা ভাবতেই অবাক লাগে।ধানের শীষের আড়াল করে পূব আকাশে একটুখানি রৌদ্দের হাসি দেখা যায়।এ সময়ই দেখা মিলে রাস্তার ধারে খড়কুটাই আগুন ধরিয়ে হাত ও পায়ের আড়াম দিতে।এসময়ই দেখা মিলে খেজুরের রস ও গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠার আমেজ।শীতঋতুতেই পিঠাপুলির ধুম পড়ে যায়।সকলের শরীরেই দেখা মিলে মোটা কাপড়ের আস্তরণ।শীতের মৌসুমটা সবার জন্য এক রকম হয় না।আমাদের উচিত শীত মৌসুমটা ধনী-গরীবে ভাগাভাগি করে সবাই সকলের পাশে দাড়িয়ে সুখ দুঃখের ভাগিদার হতে হবে।তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে।
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ সৌরভ হোসেন।