বগুড়া আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা সদর আওয়ামীলীগ
কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাদজোহর বাবা আদম (রহঃ)-এর মাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাজার ও মসজিদ কমিটির সভাপতি ওসি জালাল উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি
আবু রেজা খান, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনজু আরা বেগম, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, ছাত্রলীগ নেতা আরিফসহ নেতৃবর্গ। মিলাদ ও দোয়া
পরিচালনা করেন মাওঃ আল হেলালী জামালি।