বগুড়ার ধুনটে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা তাজ উদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলীকে জেল খানায় নৃশংসভাবে হত্যা করা হয়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্বরণে ধুনট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালিত হয়।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, দপ্তর সম্পাদক আফসার আলী,সদস্য গোলজার হোসেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, যুবলীগের সিনিয়র সহ সভাপতি আলীম আল রাজি বুলেট, জি এস শ্যামল, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম ওহাব সরকার ,সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, সদস্য সিরাজুল হক লিটন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুবলীগের সাংগঠনিক আতিকুল ইসলাম আতিক।
বাজার মসজিদের মোয়াজ্জেম শাহীন আলম জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।