সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর দ্বিমূখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম বিএসসি।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রেজাউন্নবী রাজু, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি সৈয়দ আলী সরকার, প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জু, ভাতগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নওশীর হারুন ইনজিল, জাতীয় পার্টির নেতা এনামুল হক, শহিদুর রহমান শহীদ, ময়নুল হক প্রমুখ।
এ সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাতগ্রাম ইউনিয়নের নওশীর হারুন ইনজিলকে জাতীয় পার্টি থেকে চেয়ারমান প্রার্থী হিসেবে নাম ঘোষণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। শেষে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে চেক ও সংগঠনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।