“প্রেমি স্বর্গ,
প্রেমি নরক”
উক্তিটি আসলে
প্রেম করে ছিলো লাইলী মজনু, শিরি ফরহাদ,রজকীনি চন্ড্রী দাস,সম্রট শাহজাহান মমতাজ, প্রেম যে সত্য।
আজ তা জীবন দিয়ে প্রমান করে চলে গেল না ফেরার দেশে জিবন নামের এক প্রেমিক । ময়মনসিংহের ফুলপুরে আজ ৩ নভেম্বর রোজ মঙ্গলবার ৬নং পয়ারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পয়ারী গ্রামের মোঃরুহুল আমিনের ছেলে জীবন মিয়া বিষ পান করে মৃত্যু বরন করেছে।
জানা যায় প্রেমিকা প্রেম প্রত্যাহার করায় প্রেমিক বিষ খেয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় গত রাত ১২টা ৩০মিনিটে মৃত্যু হয়। জীবন ২০২০সালে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করে বর্তমানে ফুলপুর ডিগ্রি কলেজে ২০২২সালের এইচ,এস,সি পরীক্ষার্থী।