নওগাঁর বদলগাছীতে ১৭ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবরচাপা বাজারের রকি টেলিকমের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন রাত সাড়ে ৯টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার দম্পতি হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরিনাথ পাড়া গ্রামের সুনিল চন্দ্র নাথের ছেলে আবুল হাসান ওরুফে প্রান্তনাথ ও তার স্ত্রী খাদিজা বেগম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে বদলগাছীর গোবরচাপা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন র্যাবের সদস্যরা। এ সময় বাজারে রকি টেলিকম দোকান থেকে ১৭ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, র্যাবের পক্ষ থেকে আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।