কুড়িগ্রাম জেলা, রাজারহাট উপজেলার পথের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে রাজারহাট উপজেলার পোদ্দারপাড়া (দক্ষিণ প্রাণপতি) গ্রামের হতদরিদ্র সুধীর চন্দ্র’র পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ সমবায় (০১/১১/২০২১ইং)বিকাল ০৫ঘটিকার সময় পথের আলো সামাজিক সংগঠনের সম্পাদক শোয়েব আহমেদ এর নেতৃত্বে সহায়তা হাত বাড়িয়েছেন সংগঠনটি।
ভিক্ষাবৃত্তি করে সংসার চালালেও বার্ধ্যক্যের কারনে ঠিকমত ভিক্ষা করতে না পারায় মানবেতর জীবন যাপন করছিলেন, সুধীর চন্দ্র ও তারপরিবার।
বিষয়টি পথের আলো রাজারহাট সামাজিক সংগঠনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে পথের আলো রাজারহাট সামাজিক সংগঠন সৌজন্যে পরিবারটিকে চাল,২৫কেজি, আলু,০৫কেজি,তেল,০২লিটার,লবন,০১কেজি,ডাল,০২কেজি,আটা,০২কেজি,মুরগী,০২টা,পেঁয়াজ,০২কেজি,কাপড়, ০১টা এবং শীতের কম্বল,০১টি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন , পথের আলোর অন্যতম সদস্য হাফিজুর রহমান হিমেল, আহসান হাবীব কুইক সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পথের আলো রাজারহাট সামাজিক সংগঠনের সম্পাদক শোয়েব আহম্মেদ বলেন,অসহায় গরীবদের প্রতি সংগঠনের ভালোবাসা থাকবে।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
তারিখ ০১/১১/২০২১ইং
মোবাঃ-০১৭৩৯০১৮৩২৭