৩ বছর ধরে অসহায় গরীব ঘরের মেয়ে শিল্পী বেগম তার দুধের শিশু কন্যা কে নিয়ে সবার সবার দ্বারে দ্বারে ঘুরছে
তার শিশুটির খাবার খরচ ও চিকিৎসার খরচের জন্য স্বামীর সাথে যোগাযোগ করার জন্য।
কিন্তু পাষণ্ড স্বামী মেহেদুল সর্দার ২য় বিয়ে করে কোথায় আছে শিল্পী জানে না।
মেহেদুল সর্দার এর পরিবারের বাবা মার সাথে আমরা মানবাধিকার কমিশন গাইবান্ধা যোগাযোগ করলে তারা জানান
ছেলে কোথায় আছে আমরা জানি না তবে সে আরো একটা বিবাহ করেছে।
কিন্তু শিল্পী বলেন মেহেদুল এর সাথে তার পরিবারের প্রতিনিয়ত যোগাযোগ হয়।
শিল্পী বেগম গাইবান্ধা সাদুল্লাপুর থানার ভাতগ্রাম ইউনিয়নের তরফ আল গ্রামের মোসলেম উদ্দিন গাছুর মেয়ে।
মেহেদুল সর্দার একই গ্রামের রউফ মিয়ার ছেলে।