সোমবার (১ নভেম্বর) দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনে দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে।
প্রথমে খানসামা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,সহ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার মৎস্য কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ভেড়ী ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল হক সরকার হাফিজ,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক সুশান্ত মহন্ত, যুগ্ম আহবায়ক সাজু ইসলাম প্রমুখ।