পাইকগাছা উপজেলার ৯টি ইউনিয়নের ১০৮ জন নবনির্বাচিত ওয়ার্ড সদস্যদের শপথ অনুষ্ঠানে খুলনা ৬(পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন জনগণের হৃদয় জয় করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মানুষের হৃদয় যদি জয় করতে পারেন, তাহলে দেখবেন জনগণই আপনার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। আপনাকে তারা তাদের সেবা করার সুযোগ বারবার দিবে।
রবিবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বাবু নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে আরো বলেন, ‘আপনাদের ওপর বিরাট দায়িত্ব জনগণ দিয়েছেন। জনপ্রতিনিধি হওয়া মানেই জনগণের সেবক। শুধু যারা আপনাকে ভোট দিয়েছেন তারা নয়,এলাকার সব মানুষেরই প্রতিনিধি আপনারা।
এ সময় শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু,উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আঃ মান্নান গাজী, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস সালাম কেরু।উপস্থিত ছিলেন, এম এম আজিজুল হাকিম, রায়হান পারভেজ রনি, সরকারী কর্মকর্তা ও গন্য মান্য ব্যক্তি বর্গ ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে ৮১ জন সধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা শফতের মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব গ্রহন করেন।
উল্লেখ্য গত ২৭ অক্টোবর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়।