বগুড়া র্যাব–১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া গাবতলী থানা এলাকায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নাহিদুল ইসলাম নয়ন(২৮), পিতা-মৃত মোফাজ্জল হোসেন, সাং- চক মাড়িয়া থানা-গাবতলী, জেলা-বগুড়া অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২১ ইং তারিখ ১৩.০০ ঘটিকায় বগুড়া জেলার গাবতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। আসামী নয়ন এর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র আইন, নাশকতা, ডাকাতি এবং মাদকসহ মোট ১২ টি মামলা রয়েছে যার মধ্যে ০৪ টি মামলায় তার গ্রেফতারি ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত আসামী নয়ন বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিল। মাদকের ভয়াল থাবার উঠতি বয়সী যুবকদের নিকট বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করা ও বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছে। বর্তমানে সে সন্ত্রাসী গ্রুপ পরিচালনাসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছে। তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বগড়া র্যাব–১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের পলাতক আসামী গ্রেফতার অভিযান আরো জোরদার করা হবে।