নেত্রকোণার আটপাড়া থানার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃআবু তাহের মাস্টারের মোট ৬ টি গরু চুরি হয়।এরই মধ্যে ১টি গরু ঐ গ্রামের বিলে পাওয়া যায়। বাকী ৫টি গরুর খুঁজাখুঁজি চলছে।
গরু চুরির ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতে। সকালে গরুর মালিক টের পান তার গরুগুলো নেই।কিছুক্ষণ খুঁজাখুঁজি করার পর নিশ্চিত হন ;তার গরু চুরি হয়েছে।
গরুর মালিক মোঃআবু তাহের মাস্টার জানান, তার চুরি হয়ে যাওয়া ৫টি গরুর মূল্য প্রায় ৩লক্ষ টাকা।চুরি হয়ে যাওয়া গরু তিনি অনুসন্ধান করছেন এবং তিনি মানসিক ভাবে খুবই দুর্বল ও অসহায় হয়ে পড়েছেন।তিনি জানান,খুঁজাখুঁজি করে পাওয়া না গেলে আটপাড়া থানায় তিনি অভিযোগ করবেন।কেউ যদি উনার গরুর সন্ধান পান তাহলে ০১৮৮৮১০৬৪২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।