গজারিয়ায় উপজেলা ‘মুজিব বর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর আয়োজনে ফাঁড়ীর প্রাঙ্গনে কমিউনিটি পুলিশের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শাহজালাল বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে রাখেন, গজারিয়া সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল খন্দকার, সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন প্রমুখ।
এসময় সিএনজি চালিত ও ব্যাটারী চালিত অটোরিকশার চালক মালিক সমিতির সদস্য, ব্যবসায়ী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন