নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জনাবা নুরুন নাহার বেগম । সম্প্রতি সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি মহোদয় ঠাকুরগাঁও -২ আসন থেকে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাবা নুরুন নাহার বেগম এর নাম ঘোষণা করেছেন এবং নির্বাচনী তথা পূর্ণাঙ্গ কমিটি ঢেলে সাজানো অনুমতি দিয়েছেন । তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও -২ আসনের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি ও সহযোগী অঙ্গ সংগঠন গোছাতে ব্যস্ত সময় পার করছেন । আজ বিকাল চার ঘটিকার সময় হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ খুরশীদ আলম সরকার এর নির্বাচনী জনসভায় বলেন , জাতীয় পার্টি বাংলাদেশের একটি শান্তি প্রিয় দল, জাতীয় পার্টির কর্মী ও নেতৃবৃন্দ শান্তিপ্রিয় । কাজেই এই শান্তিপ্রিয় মানুষকে ভোট দিলে -এলাকার নিঃসন্দেহে উন্নয়ন ঘটবে । মানুষের হক বা পাওনা নিশ্চিতভাবে মানুষের কাছেই পৌঁছাবে । আমি নিশ্চিত করে বলতে পারি, জাতীয় পার্টির এই চেয়ারম্যানের দ্বারা কখনো কোনদিন দুর্নীতি হবে না । তাই আপনারা নিঃস্বার্থভাবে জাতীয় পার্টির প্রার্থী কে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন ।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করুন । আমিও ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এলাকার উন্নয়নে আপনাদের এই পাশে থাকব, ইনশাআল্লাহ ।