শনিবার বেলা ১১ টার সময় যশোরের বেনাপোল পোর্ট থানায় ,কমিউনিটি পুলিশিং ডে২০২১ পালিত হয়েছে,এই উপলক্ষে পোর্ট থানায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান,আরো উপস্থিত ছিলেন পোর্ট থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ,শার্শা উপজেলার যুবোলীগের সভাপতি মোঃ ওহিদুজ্জামান, কাউন্সিলর বুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মন্টু ,পৌর সভার এক নন্বর ওয়াডের আওয়ামী লীগের সভাপতি মোঃ সুলতান আহম্মেদ (বাবু) ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য গন ও সাধারণ জনগণ, সভাপতি ওসি মামুন খাঁন বলেন ভারতীয় সীমান্ত সংলগ্ন আমাদের পোর্ট থানা। এখানে মাদক সহ চোরাচালান হয় বেশি ।আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আভিযান চলিয়ে মাদক ও অন্যান্য চোরা চলান সহ এই অঞ্চলের সাম্প্রদায়িকতার সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যতদিন এই থানায় আছি এভাবেই কাজ করে যাব আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ।