দিনাজপুরের খানসামা উপজেলায় করলা ক্ষেত থেকে অলোকা রায় (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়া এলাকার করলার ক্ষেত থেকে লাশ উদ্ধার হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত অলোকা রায় উপজেলার ছাতিয়ানগড় প্রমথ বাবু পাড়া অনিল রায় (৫৫) এর স্ত্রী এবং পূর্ব হাসিমপুর গ্রামের তাতি পাড়ার সত্যেন রায়ের মেয়ে।
অলোকার বাবার পরিবার সুত্রে জানা যায়,অলোকার বিয়ে হয়েছে অনেক বছর আগে।তার একটি প্রতিবন্ধি বাচ্চা হয়ে মারা যায়।পরে আরেকটি ছেলে হয়েছে। সেই ছেলেটি এখন বেচে রয়েছে।দশম শ্রেনীতে পড়ে।অলোকার উপর তার স্বামী অনিল রায় প্রায় অত্যাচার করতো।৩ বার মিমাংসা হয়েছিল। এরপর আমরা থানা পুলিশ করতে চাইলে এলাকাবাসী বাধা দিতো। যে আরেকবার সুযোগ দেও।৩ বার মিমাংসার পরেও অলোকার স্বামী অনিল রায় ক্ষান্ত হয়নি।শেষ পর্যন্ত মেরেই ফেললো এবং নিজেকে লুকানোর জন্য অলোকাকে খলিফা পাড়ার করলা ক্ষেতে ফেলে দিয়ে গেলো।অলোকা কাল থেকে নিখোজ আমাদেরকে বলেনি।আমরা এলাকার বাসীর কাছে আজ সকালে জানতে পারলাম।আমরা অলোকা হত্যার বিচার চাই।
এবিষয়ে অলোকার স্বামী অনিল রায়ের পরিবার সূত্রে জানা যায়,অলোকার উপর আমরা কোন অত্যাচার করিনি।অলোকা প্রায় সন্ধায় বাপের বাড়ি যাওয়া আসা করতো।কালকে শুক্রবার সন্ধায় বাপের বাড়ি কথা বলে যায়।আমরা ভাবছিলাম অলোকাতো বাপের বাড়িতে আছে। কিন্তু সকালে জানতে পাড়ি করলা ক্ষেতে অলোকার লাশ পরে আছে।
এবিষয়ে খানসামা থানা ওসি কামাল হোসেন বলেন, করলা ক্ষেতে নিহতের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য নিহত অলোকার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এবিষয়ে এজাহার এবং তদন্ত করে কারো সম্পৃক্ততা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।