ষ
“মুজিববর্ষে পুলিশ নীতি “, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য কি কে সামনে রেখে সারাদেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা, পাকশী রেলওয়ে জেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় সান্তাহার রেলওয়ে জংশনে প্ল্যাটফর্ম এলাকায় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জংসং প্লাটফর্মের বিভিন্ন দিক প্রদিক্ষন শেষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভা ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার রেলওয়ে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, সান্তাহার পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সান্তাহার রেলওয়ে নিরাপত্তার বাহিনীর ( আর,এন,বি) চৌকির পরিদর্শক নূর-এ নবী, সান্তাহার রেলওয়ে ট্রাফিক পরির্দশক হাবিবুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রমুখ।