“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী মধ্যে দিয়ে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাণীশংকৈল থানা প্রাংঙ্গনে এসে শেষ হয়।
পরে কেক কেটে রাণীশংকৈল থানা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ক ভারপ্রাপ্ত ওসি জাহিদ ইকবাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যক্ষ সইদুল হক,সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, রাণীশংকৈল পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, রাণীশংকৈল উপজেলা এসিলেন্ট ইন্দ্রজিৎ সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শেফালী বেগম, কমিউনিটি পুলিশং এর সভাপতি আহমেদ হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, রাণীশংকৈল প্রেসক্লাব ও রাণীশংকৈল রিপোর্টাস ইউনিটির সাংবাদিক বৃন্দসহ অন্যরা।
সভায় মাদকমুক্ত, বাল্যবিবাহ, ইভটিজিং, জন্মনিন্ধনসহ,বীটপুলিশিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে কমিটিউনিটি পুলিশিংয়ের ভূমিকার কথা তুলে ধরা হয়।
পুলিশিং কমিউনিটি ডে এর প্রধান সমন্বয়ক রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন,,
আপনারা সকলে আমাকে সহযোগিতা করলে এক মাসের মধ্যে রাণীশংকৈল থানা পরিবর্তন হয়ে যাবে এবং মাদক নির্মূল করতে সক্ষম হবো।