নেসকো’র বিদ্যুৎ সরবরাহে সীমাহীন দূর্ভোগে পলাশবাড়ীর ঝাপড়, দেবীপুর এবং গোবিন্দগঞ্জের অবিরামপুর গ্রামের হাজারো মানুষ।
এরাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ২২ অক্টোবর শুক্রবার সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জের অভিরামপুর হতে বৈদ্যুতিক খুঁটি ছাড়াই দুটি তারের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে দীর্ঘ ৫ বছর যাবৎ। বিভিন্ন গাছ,বাঁশঝাড়,পুকুর এবং কলাগাছের মাঝদিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই তিন গ্রামে।যার ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা!ইতিমধ্যে গবাদিপশু, শিশু এবং যুবক সহ বেশ কজন বিদ্যুৎতের শক খেয়ে আহত হয়েছেন। নেই কোন সংস্কার। পল্লি বিদ্যুৎ এবং নেসকো উভয় বিদ্যুতের অবস্থান এ গ্রামে। খুটি ছাড়াই ৪৪০ ভোল্টের তার টানা হয়েছে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে । অবস্থাদৃষ্টে মনেহয় দেখেও যেন দেখার কেউ নেই । এ অবস্থায় থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে এমনটাই জানালেন গ্রামবাসী।
এ ব্যাপারে ২ নংহোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান আমি এলাকাবাসীর এমন জন দুর্ভোগের বিষয়ে শুনে গোবিন্দগঞ্জ নেসকো’র অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।
ছবিঃ ২২ অক্টোবর নেওয়া পলাশবাড়ী সীমানায় ঝাপড় ও দেবীপুর রাস্তার একটি আতাফলের গাছ সহ গ্রামের বিভিন্ন প্রান্তে । নেসকোর বিদ্যুৎ এর তারটি নিজের মধ্যে রেখে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে গাছটি।