২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই রজব, ১৪৪৬ হিজরি| সকাল ৭:৪৯| শীতকাল|
Title :
নাগরপুর পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইসলামের প্রতিটি বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি- মীর আবুল কালাম আজাদ রতন নতুন বছর, নতুন স্বপ্ন, চাই পরিপূর্ণ গণতন্ত্র, সুস্থ রাজনীতি- আতিকুর রহমান আতিক নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখায় পাঠ‍্যবই বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরপুর উপজেলা ছাত্রদলের বিশেষ বার্তা নতুন বছর সকলের জন্য নিয়ে আসুক নতুন সুযোগ, খুলে দিক নতুন সাফল্যের দ্বার – মীর আবুল কালাম আজাদ রতন

হবিগঞ্জের পৌরকর বকেয়া আড়াই কোটি টাকা

মোঃ মাসুদ আলম চুনারুঘাট থেকে !!
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১,
  • 92 Time View

হবিগঞ্জ জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে পৌরসভার কর বকেয়া পড়েছে আড়াই কোটি টাকারও বেশি। শুধু ৪৭টি সরকারি প্রতিষ্ঠানেই পৌরসভার কর বাকি ১ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে বাকির পরিমাণ আরও ১ কোটি ৫ লাখ ১০ হাজার।
দফায় দফায় চিঠি দেওয়ার পরও দুই থেকে তিন বছর ধরে পৌরকর পরিশোধ করেনি ১৫টি সরকারি প্রতিষ্ঠান। এজন্য নাগরিক সেবা নিশ্চিতে আর্থিক অসুবিধায় ভুগতে হচ্ছে এ প্রতিষ্ঠানটিকে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক বছরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের পৌরকর বকেয়া পড়েছে ২১ লাখ ৭৫ হাজার ২০০ টাকা। এ ছাড়া জেলা পরিষদের ৩ লাখ ২৬ হাজার ৩৭৫, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের ৩ লাখ ২৪ হাজার, বৃন্দাবন সরকারি কলেজের ২ লাখ ৪৭ হাজার ২৮৮, গনপূর্ত বিভাগের ২ লাখ ১৭ হাজার ৬৫, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিসের ১ লাখ ৫৮ হাজার ৫০০, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ৯৬ হাজার ও জেলা ক্রীড়া সংস্থার ৯৯ হাজার ৮০০ টাকা পৌরকর বকেয়া রয়েছে। এগুলোসহ শুধু সরকারি ১৫টি প্রতিষ্ঠানের কাছে পৌরসভার কর বকেয়া ৪২ লাখ ১ হাজার ৪৭৫ টাকা।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ৪৭টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চলতি বছরের কর বকেয়া পড়েছে ১ কোটি ৪ লাখ ৭১ হাজার ১৫৩ টাকা। আগের বকেয়া ও চলতি বকেয়াসহ প্রতিষ্ঠানগুলোতে কর বাকি ১ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬২৮ টাকা। অন্যদিকে বেসরকারি কয়েক হাজার প্রতিষ্ঠানে বাকি আরও ১ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে বাকির পরিমাণ ২ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬২৮ টাকা।
বকেয়া কর আদায়ের জন্য তিনদিনব্যাপী মেলা আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা। গত মঙ্গল ও বুধবার দুইদিনে আদায় হয়েছে মাত্র ১১ লাখ ৮৭ হাজার ৬৬৭ টাকা।
হবিগঞ্জ পৌরসভার এক কর্মকর্তা বলেন, মেলায় চলতি বছরের কর দিয়ে যাচ্ছেন অনেকে। তবে সরকারি ১৫টি প্রতিষ্ঠান দুই থেকে তিন বছর ধরে কর দিচ্ছে না। দফায় দফায় চিঠি দিলেও তারা কর পরিশোধ করেনি। এজন্য পৌরবাসীর সেবা নিশ্চিতে পৌরসভাকে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category