গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা, ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মাস্টারের (৫৫) ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্প্রতি সময় বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগে আসছিলেন তিনি।২৭ অক্টোবর বুধবার দুপুরে তাহার বাড়ির পাশে মাঠে জানাজা শেষে বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপনছাড়াও আওয়ামী লীগের দলীয় উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।